![](https://shimantobarta.com/wp-content/uploads/2024/07/450523965_1001487941359393_1632982120763970984_n.png?v=1721059208)
![](https://shimantobarta.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: সচেতন অভিভাবক সমাজ-এর উদ্যোগে “জাতীয় শিক্ষাক্রম -২০২১: বাংলাদেশের শিক্ষাব্যবস্থা: ভবিষ্যত কোন দিকে?” শীর্ষক একটি মতবিনিময় সভা ১২ জুলাই ২০২৪ইং শুক্রবার বিকালে, কুমিল্লা টাউনহলের মুক্তিযুদ্ধ কর্নার (বীরচন্দ্র পাঠাগার) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কুমিল্লা মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. আরিফ মোর্শেদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভার সঞ্চালনায় ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারুফ শেখ। সভায় উপস্থিত ছিলেন সচেতন অভিভাবক সমাজ এর আহবায়ক মোঃ আবু মুসলিম বিন হাই এবং যুগ্ম আহবায়ক এবিএম জাকারিয়া রাজিব সহ ঢাকা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, নারায়ণগঞ্জসহ কুমিল্লার অর্ধশতাধিক সচেতন অভিভাবক, ছাত্র, শিক্ষক, অধ্যক্ষ, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা জাতীয় শিক্ষাক্রম-২০২১ এর বিভিন্ন দিকগুলো শিক্ষাব্যবস্থায় যে ফলাফল তৈরি করতে পারে, তার বিশ্লেষণ তুলে ধরেন। দেশের বর্তমান শিক্ষাকাঠামোকে যুগোপযোগী, আধুনিক, শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার যুক্তি বিবেচনায় রেখে এ শিক্ষাব্যবস্থার উদ্দেশ্যমুখীনতা নিয়ে তাঁদের উদ্বিগ্নতার কথা উল্লেখ করে বক্তারা বর্তমান শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতার দিকগুলো নিয়ে বক্তব্য রাখেন। তারা এই কারিকুলাম বাতিল করে পুনরায় কারিকুলাম নিয়ে সবার মতামত এবং অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের আর্থ-সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপটে প্রযোজ্য একটা যুগোপযোগী কারিকুলাম চালু করার ব্যাপারে জোরালো মত দেন।
উক্ত মতবিনিময় সভায় সমাজের প্রতিটি সচেতন মানুষকে এই কারিকুলাম বাতিলের দাবিতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।