

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আধা-বেলা হরতালের পর রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ-সমাবেশের ঘোষনা দিয়েছেন।
সোমবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, হরতাল চলাকালে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল (২৯ মার্চ) বিকেল ৪টায় রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে।
চাল, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়ানোর দাবিতে আজ বাম গণতান্ত্রিক জোট অর্ধদিবস হরতাল পালন করে। হরতাল চলাকালে বেলা ১১টার দিকে নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন আহত হয়। এর প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করে বাম গণতান্ত্রিক জোটের নেতারা।
পল্টনে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ পল্টনে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ
এদিকে হরতালের সমর্থনে রাজধানীর পল্টনে ভোর ৬টার দিকে মিছিল বের করেন সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা। পরে তারা পল্টন মোড়ে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ।