Monday, September 16সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকেঃ মোটরসাইকেল ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে এবাদুল ইসলাম নামে ১ মোটরসাইকেল চালক নিহত হয়েছে। তার সঙ্গে থাকা বন্ধু নাজমুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১ টার সময় সাতক্ষীরার শ্যামনগর- কালিগঞ্জ মহাসড়কের মৌতলা জাহাজঘাটা নামক স্থানে। খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যেয়ে নিহতের লাশ উদ্ধার এবং গুরুতর আহত অবস্থায় গাড়িতে থাকা অপর বন্ধু নাজমুল হোসেনকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত এবাদুল হোসেন (২৩) ধলবাড়িয়া ইউনিয়নের মুড়ো গাছা গ্রামের শেখ আজিজুর রহমানের পুত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় মোটরসাইকেল চালক এবাদুল হোসেন তার বন্ধু নাজমুলকে নিয়ে শ্যামনগর থেকে কালিগঞ্জ আসার পথে বিপরীত দিক থেকে আসা ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনাস্থল শ্যামনগর সীমান্ত হওয়ায় লাশ উদ্ধার করে শ্যামনগর থানায় নিয়ে যায়। দুর্ঘটনার বিষয়টি স্বীকার করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ নিশ্চিত করেন সাংবাদিকদের।

শেয়ার বাটন