হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে: বৈদ্যুতিক মোটরে মৎস্য ঘরের পানি তুলতে যেয়ে সোবহান পাড় (৭৫) নামে এক বৃদ্ধর করুন মৃত্যু হয়েছে। নিহত সোবহান পাড় বাজার গ্রামের মৃত জয়নুদ্দিন পাড়ের পুত্র ।ঘটনাটি ঘটেছে গত রবিবার (১০ নভেম্বর) বিকাল ৪ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের বাজার গ্রামের মৎস্য ঘেরের বেড়ি বাঁধে। স্থানীয় ইউপি সদস্য আকলিমা খাতুন জানান বাড়ির পাশে নিজের মৎস্য ঘেরে প্রতিদিনের ন্যায় বৈদ্যুতিক মোটরে ঘের মালিক সোবাহান পাড় পানি তুলতে যেয়ে বৈদ্যুতিক মোটরের সঙ্গে বিদ্যুৎ স্পষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে পানিতে পড়ে যায় । বিকাল আনুমানিক চারটার দিকে স্থানীয় লোক জন লাশ ভাসতে দেখে ঘের মালিক সোবহানের বলে সনাক্ত করে। পরে তার লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ।এ ব্যাপারে কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।