হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা) থেকে: চাকুরী খাওয়ার ভয় দেখিয়ে উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সবজি চাষ করে কোমলমতি শিক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিএনপি নেতা গোলাম রসূল সরদারের বিরুদ্ধে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৫৪ নং মুকুন্দ মধুসূদনপুর সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ২০ দিন ধরে এই কর্মকাণ্ড চললেও দেখার কেউ নাই । বিষয়টি উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দীর নিকট জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান । তবে দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা এ কে এম মুস্তাফিজুর রহমান তাৎক্ষণিক প্রধান শিক্ষককের মোবাইল ফোন বন্ধ পেয়ে সহকারী শিক্ষক জাহিদের নিকট ফোন দিয়ে ঘটনার সত্যতা মেলে । তবে ওই সময় সবজি চাষী বিএনপি নেতা চাষে বাধা দিলে চাকরি খাওয়ার হুমকি দেন শিক্ষা কর্মকর্তাকে । যে কারণে এতদিন স্কুলের মাঠ খুঁড়ে সবজি চাষ করলেও প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষকরা উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তা কে ভয়ে কিছু জানায়নি ।তবে এ বিষয়ে প্রধান শিক্ষকের নিকট ঘটনা জানার জন্য তার ব্যবহৃত মোবাইলে ফোন করলে বন্ধ পাওয়া যায় ।পরে বিষয়টি দেখার জন্য দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা এ কে এম মোস্তাফিজুর রহমান বিকাল সাড়ে ৪ টার সময় ঐ বিদ্যালয় এর মাঠ পরিদর্শন করে খালি করার নির্দেশ দিয়ে আসেন । নাম না প্রকাশ করা সত্বে স্থানীয় অভিভাবক গ্রামবাসী সাংবাদিকদের জানান মুকুন্দ মধুসূদনপুর গ্রামের বিএনপি নেতা ও অত্র স্কুলের সাবেক সভাপতি গোলাম রসুলের নেতৃত্বে তার পুত্র সাহিল সরদার, আজগর ঢালির পুত্র রাহান ঢালী এবং জহুরুল ঢালীর পুত্র রাহান গত২০/২৫ দিন আগে সরদারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটোক সহ সব ফটক বন্ধ করে মাঠ চাষ করে সবজি লাগিয়ে দেয়। এতে করে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ সহ খেলাধুলা করতে পারছে না বলে জানান। তারা আরো বলেন স্কুলের প্রধান ফটক সহ সব গেট বন্ধ থাকায় কোমলমতি শিক্ষার্থীরা বিকল্প পথ ব্যবহার করে বিদ্যালয়ে প্রবেশ করতে হলেও শিক্ষকরা কিছুই বলছে না। বিষয়টি এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছে।