হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকেঃ দীর্ঘ ১৬ টি বছর গুম, খুন মিথ্যা গায়েবি মামলা দিয়ে জেলখানা, আয়না ঘরের মতো চার দেয়ালে হাজার হাজার জামায়াতের নেতাকর্মীকে বন্দী করে রেখেছিল গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট হায়েনা আওয়ামী লীগের শেখ হাসিনা সরকার। তার বাবার মত দেশে একনায়কতন্ত্র, বাকশাল কায়েম করে ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গণহত্যার দোহাই দিয়ে আন্তর্জাতিক যুদ্ধাঅপরাধ ট্রাইবুনাল গঠন করে প্রহসন মূলক বিচারের নামে জামায়াত ইসলামের ত্যাগী, পরীক্ষিত নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করেছিল। আমরা সেদিন আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম। আল্লাহ আমাদের ডাকে সাড়া দিয়ে গত ৫ আগস্ট এই ফ্যাসিস্ট সরকার প্রধান খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে মুক্তি কাম ছাত্র জনতা সহ এ দেশের মানুষ আরেকবার স্বাধীনতা লাভ করে। এখন তার সেই গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি শেখ হাসিনা তার নিজের বিরুদ্ধে গুম, খুন, গণহত্যার মতো বিচার দেশের মাটিতেই হবে। এই মুক্তির আন্দোলনে দীর্ঘ সংগ্রামে কালীগঞ্জের মাটিতে আরিফ, রুহুল আমিন, আশরাফুলের মতন শহীদরা শুয়ে আছে। তাদের হত্যার বিচার এই মাটিতেই হবে। তবে সে জন্য জামায়াত ইসলামের প্রত্যেকটি দায়িত্বশীল নেতাকর্মীকে আগামী নির্বাচনে জনগণের ভোটে জয়ী হতে প্রত্যেকের নিকট ইসলামের সৎ লোকের শাসনের দাওয়াত দিতে হবে। দীর্ঘ ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদের অনুগতরা দোসররা হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। দেশে উন্নয়নের নামে রোল মডেল করেছে সেই রোল মডেলের সাতক্ষীরার রাস্তায় মানুষ এখন চলতে পারে না। প্রশাসনক যন্ত্র কে প্রশাসন লীগ বানিয়ে দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্রের নামে দেশে একনায়তন্ত্র শাসনের স্টিম রোলার চালিয়েছে। গত জুলাই মাসে কোটা আন্দোলনের দাবিতে ছাত্ররা মাঠে নামলে তাদের দাবি না মেনে তাদের ওপর প্রশাসনলিগ দিয়ে খুন, গুম ও গুলি করে প্রায় এক হাজারের অধিক ছাত্র, জনতা, শিশুকে হত্যা করেছে। আল্লাহ তার উপযুক্ত বিচার করেছে এখন এই দেশের ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দল এই হত্যার বিচার দেখতে চায়।সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ওলামা বিভাগ ও বাংলাদেশ মাজলিসুল মোদাচ্ছেরিনের আয়োজনে গত (২৮ সেপ্টেম্বর) শনিবার বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ওলামা ও ইমামদের নিয়ে সিরাতুন্নবী( সঃ)সম্মেলনে প্রধান অতিথি সহকারি পরিচালক বাংলাদেশ জামায়াতে ইসলামের খুলনা অঞ্চলের মাওলানা আবুল কালাম আজাদ বাংলাদেশ জামায়াতে ইসলামের সাতক্ষীরা জেলা শাখার আমির মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার প্রধান বক্তা ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত সম্মেলনে মাজলিসুল মুদাসসিরিন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ বেলালীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, বাংলাদেশ জামায়াত ইসলামের ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, মাজলিসুল মোদাচ্ছেরিন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বেলালী প্রমুখ। সম্মেলন শেষে কোটা আন্দোলনে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।