Monday, September 16সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালীগঞ্জে চিংড়ায় দুর্গা মন্দিরের কমিটি গঠন

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকেঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সর্বসম্মতিক্রমে উত্তম কুমার মন্ডল কে সভাপতি এবং তুফান মন্ডলকে সাধারণ সম্পাদক করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশ পুর ইউনিয়নের চিংড়া সার্বজনীন দুর্গা মন্দিরের ২৩ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার সময় চিংড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে এক সাধারণ সভায় এ কমিটি গঠন সম্পূর্ণ হয়। চিংড়া গ্রামে বসবাসকারী ৭২ টি সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মধ্যে ৬ টি পরিবার ভারতে চলে যাওয়ায় ৬৬ টি পরিবার নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চিংড়া সার্বজনীন দুর্গা মন্দিরের জমি দাতা বাবু মঙ্গল চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে মন্দিরের উন্নতিকল্পে সামগ্রিক বিষয়ে আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন সম্পন্ন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো সহ-সভাপতি সঞ্জিত হাওলি, যুগ্ম সম্পাদক পরিমল হাউলি, কোষাধক্ষ মধুসূদন মন্ডল, সহকারি কোষাধ্যক্ষ শুভেন্দু মন্ডল, সমাজকল্যাণ সম্পাদক সরজিত সরকার, সহকারী সমাজ কল্যাণ সম্পাদক সনৎ মন্ডল, প্রচার সম্পাদক মৃত্যুঞ্জয় মন্ডল, প্রচার সম্পাদক অচিন্ত্য মন্ডল, সংস্কৃতিক সম্পাদক উত্তম মণ্ডল, সহ-সংস্কৃতিক সম্পাদক মহেশ্বর হাউলি, ধর্ম বিষয়ক সম্পাদক অসিত হাউলী, সহধর্ম বিষয়ক সম্পাদক সুশান্ত হাউলী, দপ্তর সম্পাদক তাপস মন্ডল, সহ দপ্তর সম্পাদক সজিব মন্ডল, নির্বাহী সদস্য অমরজিৎ মন্ডল, পলাশ মন্ডল, হিরন কুমার হাওলী, বিকাশ মণ্ডল, কমল হাওলি, সনদ সরকার এবং দীপঙ্কর হাউলী। কমিটি গঠন শেষে সভাপতি উত্তম মণ্ডল এবং সাধারণ সম্পাদক তুফান মন্ডল তাদের বক্তব্যে বলেন আমাদের এখানে বসবাসকারী পরিবারদের মধ্যে ফাটল বিভেদ সৃষ্টি করার জন্য স্থানীয় ইউপি সদস্য বাচার চক্রান্তে পাল্টা গুটি কয়েক লোক দিয়ে কমিটি গঠন করার পাঁয়তারা চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিষয়টির দিকে খেয়াল রেখে ঐক্যবদ্ধভাবে আমরা মন্দিরের উন্নয়ন কাজ এবং সার্বিক পূজা অর্চনার কাজ চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন। চাঁদা ভুক্ত পরিবার গুলোর সহতায় এ মন্দির পরিচালিত হয়ে আসছে এবং চলবে।

শেয়ার বাটন