Wednesday, December 11সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা

মামুন বিল্লাহ ও তরিকুল ইসলাম, নলতা (কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধি: আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথভাবে পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস , সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, যুব উন্নয়ন অফিসার এস,এম আকরাম হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা নাজিম উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী ডাঃ আল মামুন জুয়েল, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা খাইরুল আলম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার কবীর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পিকুল হোসেন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা এস,এম শাহাদাত হোসেন, , উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফরুল্যাহ ইব্রাহিম, থানার উপ-পরিদর্শক জাহিদুল আলম, ছাত্র সমন্বয়ক শেখ রাকিবুজ্জামান রাকিব, প্রমুখ। সভায় বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় ও জেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে স্থানীয়ভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ এবং এ সব কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে পৃথক পৃথকভাবে কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে ।

শেয়ার বাটন