Thursday, June 19সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কালিগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় (বালক) গনেশ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ১-০ গোলে নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে দিনের প্রথম খেলায়( বালিকা ) থালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ৪-০ গোলে উভাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে বিকাল সাড়ে ৪ টায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় এই ২ টি দল জয় লাভ করে। খেলা শেষে বিজয়ী উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন। উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, মিজানুর রহমান, ওমর ফারুক, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন প্রমূখ। খেলা ২ টি পরিচালনা করেন আলিমুজ্জামান রিফাতএবং আতাউর রহমান আতা। সহকারী হিসেবে ছিলেন মিজানুর রহমান শাকিব হোসেন, রবিউল ইসলাম, তাপস কুমার। উপজেলা পর্যায়ে ১২টি ইউনিয়নের মধ্যে ২৪ টি প্রাথমিক বিদ্যালয় খেলায় অংশগ্রহণ করে এর মধ্যে বালক ১২ টি এবং বালিকা ১২ টি।

শেয়ার বাটন