Friday, January 24সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কামরাঙ্গীরচরে নকল নারকেল তেল তৈরি চক্রের এক সদস্য গ্রেফতার

হাসানুজ্জামান সুমন, বিশেষ প্রতিনিধি: রাজধানীর কামরাঙ্গীরচরে নকল নারকেল তেল তৈরি করে বাজারজাত করে আসছিল একটি চক্র। রবিবার দিবাগত রাতে প্যারাসুট নারকেল তেলের লোগোযুক্ত ২ হাজার ৫০০ খালি বোতলসহ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা-পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. সাকিল মিয়া।

সোমবার (১৩ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রবিবার রাতে কামরাঙ্গীরচরের আলীনগর ১ নম্বর গলির একটি বাসার নিচতলায় অভিযান চালিয়ে সাকিল মিয়াকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে নকল লোগোযুক্ত নারকেল তেলের ২ হাজার ৫০০টি খালি বোতল জব্দ করা হয়েছে।’

সহকারী পুলিশ কমিশনার বলেন, ‘প্যারাসুট নারকেল তেলের নকল লোগো তৈরি করে খালি বোতলে লাগানোর মূল হোতা মো. ফজল। গ্রেফতার সাকিল তার কর্মচারী। তারা নকল লোগো তৈরি করে খালি বোতলে লাগিয়ে অন্য গ্রুপের কাছে পাঠাতো। প্যারাসুট কোম্পানির নামে তৈরি লোগোযুক্ত খালি বোতলে নকল তেল ভরে বাজারজাত করতো ওই গ্রুপ।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতার সাকিলের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একটি প্রতারণা মামলা করা হয়েছে। পলাতক অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার বাটন