Monday, November 11সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

কাপাসিয়া ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

সাইদুল ইসলাম রনি,গাজীপুর: ৫০ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

বালকদের দলে লোহাদী উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়। অপর দিকে একই মাঠে বালিকাদের খেলায় হরিমুঞ্জরী পাইলট উচ্চ বিদ্যালয়কে ট্রাইবেকারে ৩-২ গোলে পরাজিত করে টোক সুর্যবালা বালিকা দল চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম খান, এড. মাজহারুল ইসলাম সেলিম, মিজানুর রহমান প্রধান, জাকির হোসেন দরজী, আবদুস সালাম, ফাইজ উদ্দিন ফকির, আফরোজা সুলতানা, ফজলুল হক উপস্থিত ছিলেন।

সিমিন হোসেন রিমি এমপি বলেন, খেলাধুলা শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা মোবাইল চালাবো ভালো কাজে, মোবাইল আসক্তি মোটেও ভালো নয়।
খেলা শেষে প্রধান অতিথি সিমিন হোসেন রিমি এমপি ও উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার বাটন