সাইদুল ইসলাম রনি, গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের তিন কেন্দ্রীয় নেতাদের শাহবাগ থানার ওসি (তদন্ত) কক্ষে এডিসি হারুনের নেতৃত্বে নির্মমভাবে নির্যাতনের প্রতিবাদে কাপাসিয়া উপজেলা ছাত্রলীগ ও কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা যৌথ ভাবে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
আজ ১১ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় কাপাসিয়া শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে এ মানববন্ধন হয়।
কাপাসিয়া উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান মামুন এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমির হামজা, কলেজ শাখার সভাপতি রায়হান সিকদার, সাধারণ সম্পাদক মাসুম প্রধান কাপাসিয়া উপজেলা শাখার সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ, আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয়, সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা সমাজ সেবা সম্পাদক রুহুল আমিন, কাপাসিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগ সভাপতি মুবিন হোসেন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সনমানিয়া ইউনিয়ন সভাপতি রবিন, সাধারণ সম্পাদক শিশির, সিংহশ্রী ইউনিয়ন সভাপতি তাইফ, সাধারণ সম্পাদক অমিত, দূর্গাপুর ইউনিয়ন সভাপতি পারভেজ সরকার সহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দ ।
প্রতিবাদ সভায় ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন অতিদ্রুত নারী লোভী ও ক্ষমতার অপব্যবহারকারী এডিসি হারুন অপসারণ ও দৃষ্টান্ত মৃলক বিচার দাবী করেন।