মামুন বিল্লাহ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগর উপজেলার একে ফজলুল হক এমসিএ কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা সংস্কৃতিক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় একে ফজলুল হক এম সি এ কলেজ হল রুমে প্রভাষক মামুন বিল্লাহরপরিচালনায় শুরুতেই আল কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী মোছা:হাবিবা সুলতানা, গীতা পাঠ করেন অন্তর কুমার, মো:- আজিহার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একে ফজলুল হক এম সি এ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক গোলাম রসুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক মহিবুল্লাহ,প্রভাষক হেলাল উদ্দিন, প্রভাষক মামুন বিল্লাহ,ছাত্রদের মধ্য থেকে আলোচনা করেন হাসানুজ্জামানও জাকির হোসেন,ইসলামী সংগীত পরিবেশন করেন অত্র প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর ছাত্র হাসানুজ্জামান, একাদ্বশ শ্রেণীর ছাত্রী হাবিবা সুলতানা, অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত দের স্মরণ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মামুন বিল্লাহ।