Saturday, April 12সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

আশাশুনিতে শিশু ধর্ষণ চেষ্টা, আটক-১

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ফজলুল হক গাজী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে সোমবার (৩ জুন) আদালতে প্রেরণ করা হয়েছে।
গত শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার শোভনালী ইউনিয়নের সরাফপুর গ্রামের বকুল সরদারের মেয়ে (১১) পার্শ্ববর্তী আমিনুল ইসলামের টিউবওয়েল থেকে খাওয়ার পানি নিয়ে ফেরার পথে একই গ্রামের মৃত গোলাপ গাজীর ছেলে ফজলুল হক গাজী (৫৮) ভিকটিমকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে আমিনুলের বাড়ির পার্শ্ববর্তী বাগানে নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাদের পাশে যাওয়ার আগেই ফজলুল হক পালিয়ে যায়। ভিকটিমের ভাই বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেন।
আশাশুনি থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের চেষ্টায় ০২(০৬)২০২৪ নং মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারপূর্বক সোমবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার বাটন