Wednesday, June 18সময়ের নির্ভীক কন্ঠ
Shadow

আরও ১০৯৬ রোহিঙ্গা ভাসানচরের পথে

নিজস্ব প্রতিবেদক: এবারের ১৩তম দফায় প্রথম ধাপের ২১টি বাসে এক হাজার ৯৬ জনসহ ২৫ হাজার ৬৭৪ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে উখিয়া ডিগ্রি কলেজ অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রোহিঙ্গাদের বহর উখিয়া ত্যাগ করে। বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক।

প্রতিবারের মতো এবারও রোহিঙ্গাদের স্বেচ্ছায় ভাসানচর প্রক্রিয়ার ১৩তম দফার প্রথম পর্যায়ে বহরের সামনে ও পেছনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।

তবে দ্বিতীয় পর্যায়ে আরও রোহিঙ্গা ভাসানচর যাবে বলে নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক নাইমুল হক।

শেয়ার বাটন