

মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জের নলতা কচি কাঁচার মেলার সভাপতি আব্দুল বারী আল বাকীর শিশুতোষ ৫ টি গ্রন্থ ও লিটল ম্যাগাজিন “মিতালীর” প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকাল সাড়ে ৪ টায় নলতা মাধ্যমিক বিদ্যালয়ে প্রকাশনা উৎসব অনুষ্ঠানে নলতা মিতালী কচি কাঁচার মেলার সাধারণ সম্পাদক এস এম মুজিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মাস্টার আলমগীর হোসেনের পরিচালনায় ও নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- কবি ও সাংবাদিক আব্দুর রব সুজন- (লালমনিরহাট), কবি ও সাংবাদিক শাহ মতিন টিপু (ঢাকা) ,ছড়াকার কবি ও আজীবন সদস্য বাংলা অ্যাকাডেমি আতিক হেলাল (ঢাকা), গীতিকার, সুরকার ও সুশীলনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা নুরুজ্জামান (খুলনা), কবি ও প্রাবন্ধিক পল্টু বাসার (সাতক্ষীরা), ছড়াকার ও কবি শাহজাহান মোহাম্মদ (দিনাজপুর), প্রগলভের সম্পাদক জিএম মুজিবুর রহমান (আশাশুনি), ছড়ার ডাকের সম্পাদক নাজমুল হাসান (সাতক্ষীরা), সাংবাদিক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক লেখক মাস্টার মাহবুবুর রহমান, নলতা শরিফ প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মামুন বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বিন আকবার, প্রচার সম্পাদক আবুল হোসাইন প্রমূখ। এসময় নলতা মিতালী কচি কাঁচার মেলার সভাপতি আব্দুল বারী আল বাকির পাঁচটি প্রকাশনা বই আমার জন্মভূমি, ছুটছে মানুষ ছুটছে, গল্পে গল্পে উপদেশ, নিবেদিত ছড়া, ময়ূরপঙ্খী নাও ও মিতালী পত্রিকা অতিথিদের মাঝে প্রদান করে প্রকাশনা উন্মোচন করেন।